পোকা দাঁতের ব্যথা কমানোর উপায় আমরা প্রায় এই ব্যথায় ভুগে থাকি। বেশিভাগ শিশুদের দাঁতে আমরা পোকার মতো দেখতে পাই। পোকার মতো যা দেখতে পাই সেগুলো হচ্ছে ক্যাভিটিস। সাধারণত ব্যাকটেরিয়া থেকেই কাবেরী উৎপত্ত। তাই দাঁতে পোকা ও দাঁতে ব্যথা এইসব বিষয় বিস্তারিত আলোচনা করব।
দাঁতে ব্যাথা ও দাঁতের পোকা আমরা এই সমস্যায় প্রতিটি মানুষ ভুক্তভোগী। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত সকল বয়সের সকলেই এই রোগে আক্রান্ত হয়ে থাকি। একমাত্র দাঁতে পোকা ও দাঁতে ব্যথা এটা কতটা যন্ত্রণাদায়ক সেটা যে বুঝতে পারে।
তবে দাঁতে পোকা ও দাঁতে ব্যাথার জন্য আমরাই অনেকটা দায়ী বলি চলে। কারণ বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের মানুষ আমরা দাঁতের বিষয়টা ততটা গুরুত্ব দিয়ে থাকি না। যখন আমাদের দাঁ ত আস্তে আস্তে ব্যথা ও পোকায় ধরা পরিণত হয় তখনই আমরা বুঝতে পারি যে রোগ আক্রান্ত হয়েছে।
তাই আজকে আমরা পোকা দাঁতের ব্যথা কমানোর উপায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কি কি কারণে আমরা এসব সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকি, এবং কি করার মাধ্যমে এর থেকে মুক্তি মুক্তি পেতে পারি সেই বিষয় বিস্তারিত আলোচনা করা হলো।