পা ফোলা কমানোর ব্যায়াম, বিষয়ে আজ আমি আপনাদেরকে জানাবো।পা ফোলা সমস্যাটা সাধারণত সবারই কমবেশি দেখা দেয়। কারো দুই পা ফুলতে পারে আবার কারো এক পাও ফুলে থাকে। কারণ সবসময়ই পা ফুলে থাকে কারো আবার সাময়িক সময়ের জন্য পা ফুলে থাকে, অনেকের আবার কিছুক্ষণ বসে থাকলেও পা ফুলে থাকে।
যাদের উচ্চতা অনুযায়ী শরীরের ওজন খুব অনেক বেশি তাদের পা একটু বেশি ফোলা থাকতে পারে আবার দেখা যায় যারা একভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রেও এই পা ফোলা সমস্যা দেখা দিয়ে থাকে। আবার পা ঝুলিয়ে বসে থাকলেও পা ফোলা দেখা দিতে পারে, অনেকের গর্ব অবস্থায় পা ফোলা দেখা দেয় ও পা ফুলে যায়।
তাই আজকে পা ফোলা কমানোর ব্যায়াম সম্পর্কিত যেসব সমস্যা আমাদের মাঝে আছে এই সমস্ত বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি আমাদের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে পা ফোলা কমানোর ব্যায়াম সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে।
পা ফোলা কমানোর ব্যায়াম।
- ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাবেন। এরকম কিছু দিন পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমালে দেখবেন যে আপনার পা ফোলা অনেকটাই কমে গেছে।
- যাদের পায়ের ফোলা সমস্যা আছে , তারা সকালে উঠে বিছানায় বসে হাত দিয়ে দুই পা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যায়াম করবেন।
- সকালে উঠে নিয়মিত হাঁটবেন ও বসে থাকা অবস্থায় তার গোড়া ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াবে।
- যারা যারা অফিসে বসে কাজ করেন তাদের দীর্ঘ সময় বসে থাকতে হয় , তখন একটু সময় বের করে কাজের ফাঁকে ফাঁকে হাটা দিবেন। কারণ দীর্ঘ সময় বসে থাকলে শরীরের ও পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় যে কারণে পা ফোলা সমস্যা দেখা দেয়। আর আপনি যদি এক ভাবে বসে না থেকে পা নাড়াচাড়া করেন, বা উঠে একটু হাঁটাচলা করেন তাহলে আপনার ব্লাড সার্কুলেশন ভালো থাকে। আর পা ফলা কমে যায়।
- মাঝে মাঝে আসন দিয়ে অর্থাৎ এক পায়ের উপরে আরেক পা উঠিয়ে কমর মেরুদন্ড টানটান করে পাঁচ মিনিটের মত বসে থাকলেও পা ফোলা কমে যায়।
পা পোলার কারণ ও প্রতিকার।
পা ফোলার কারণে ও প্রতিকার বিষয়ে আমাদের সবার জানা উচিত। কারণ পা ফোলা প্রতিকার করা একান্তই উচিত কারণ পা ফোলার কারণে আপনার শরীরে অনেক সমস্যাই হতে পারে। তাই আমরা পা ফোলার কারণ ও প্রতিকার বিষয়ে জেনে নিব।
পা ফোলার প্রতিকার-
- পা ফোলে গেলে ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাবেন তাহলে আপনার খুবই শীঘ্রই পায়েল খোলা কমে যাবে।
- পা ফোলা দেখলে ভাত ও যেসব খাবারে ফ্যাট বেশি এসব খাবার এড়িয়ে চলবেন দেখবেন আপনার পা খোলা কমে যাবে।
- পা ফোলা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুসারে নিয়মিত ওষুধ খাবেন।
- পা ফুলে গেলে লবনও খনিজাতীয় খাবার কম খাবেন।
- পা ফুলে গেলে নিয়মিত পায়ের ব্যায়াম করবেন।
- পা ফোলা রোগী বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে থাকবেন না আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না।