সিজারের পর ইনফেকশনের লক্ষণ ও সিজারের পর ব্যথা কতদিন থাকে ,আমরা আজ কথা বলবো সিজারিয়ান ডেলিভারি নিয়ে। সিজারিয়ান ডেলিভারি এখন যেন কমন ব্যাপার হয়ে গেছে। আগেরকার সময় সিজার কি তা খুব কম লোকে জানতো। অনেক সময় ভয়ে সিজার করার কথা কেউ বাবতো না।
কিন্তু সেখানে এখোন সিজার একটা সাধারন ব্যাপার হয়েগেছে। এখন ৯৯% বাচ্ছা সিজারের মাধ্যমে হয়ে থাকে। যেখানে ভয়ের জন্য সিজার করতো না সেখানে মানুষ নরমালে বাচ্ছা হওয়াকে বেশি ভয় পায়।
নরমাল ডেলিভারি সময় ও কষ্ঠ সাদ্ধ হওয়ায়, বেশির ভাগ মহিলারা সিজারকে বেছে নেয়। কারন সিজার খুব কম সময় ও কষ্টহীন ভাবে করানো সম্ভব হয়। কিন্তু সিজার যেমন সহজ তেমনি এর ফল কিছু কিছু ক্ষেত্রে ভয়ানক হতে পারে।
তাই আজ আমরা জানানোর চেষ্টা করবো সিজারের পর বিশেষ করে ইনফেকশন হওয়ার কারণ ও কত দিন এর ব্যথা তাকে সে সম্পর্কে। পুরো সময় ধরে আমাদের সাথে থাকুন এবং জেনে নিন এর সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।
সিজারকে যদিও আমরা খুব সহজ মনে করি, কিন্তু সিজার মোটেও সহজ অপারেশন নয়। তাই সিজারের পরবর্তি সময় আমাদের বেশ কেয়ারফুল বা সতর্কতা অলম্বন করতে হয়। নতুবা ইনফেকমন হতে পারে। আমাদের দেশের ২০-৩০% মহিলার সিজারের পর কাটা স্থানে ইনফেকশন হয়।
তাই অবহেলা না করে এই বিষয় সম্পর্কে জানতে হবে এবং এর লক্ষন সম্পর্কে জানা অতি জরুরি। তাই আমাদের সাথেই থাকুন, আমরা এই পোষ্টে আপনাদের এই বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। বিষয় গুলি যেমন:
সিজারের পর ইনফেকশনের লক্ষন।
ইফেকশন হলে কি করণীয়।
ব্যথা কত দিন পযর্ন্ত থাকে।
সেলাইয়ের যত্ন কি ভাবে নিতে হবে।
এ সময় কিকি খাবার খেতে হবে। ইত্যদি সম্পর্কে।
এই বিষয় সম্পর্কে যদি জানা না থাকে তাহলে আমি আপনাকে বলবো পুরো লেখাটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আর কোন দিন এই সম্যসার জন্য অন্য কার সাহায্যের দরকার পড়বেনা।
সিজারের পর ইনফেকশনের লক্ষন
যেহেতু সিজার একটি জটিল অপারেশন তাই এই অপারেশনের পর বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। তাই আমাদের সতর্ক থাকতে হবে যতদিন পযর্ন্ত সেলাইর ঘা না শুকায়। সিজারের পর অকে কারনে ইনফেকশন হতে পারে যথা-
- ক্ষত স্থান যথা সময়ে পরিষ্কার না করলে।
- জোরে সেলাইতে টান লাগলে।
- টক জাতয খাবার খেলে।
এছাড়াও অনেক কারণ রয়েছে যার জন্য আপনার কাটা স্থানে ইনফেকশন হতে পারে।
তাই আপাকে জাতে হবে যে আপনার কোন লক্ষন দেখা দিয়েছে। যদি আপনার মনে হয় আপনার কাটা জায়গায় অসাভাবিক কোন কিছু তাহলে অবশ্যই ডাক্তারের পরার্মশ্য নিতে হবে। আর যদি আপনার জানা না থাকে এর লক্ষন গুলো কি? তাহলে নিচে বর্ণীত বিষয় গুলো সম্পর্কে জেনে নিন।
যদি সিজারের কাটা স্থান ফুলে যায় বা লালচে দাগ হয়।
সজারের স্থানে খুব বেশি ব্যথা অনুভুত হয়।
গায়ে জ্বর আসা
সিজারের কাটা স্থান থেকে পুজ বা পাণি বের হওয়া।
পা ফুলে যাওয়া
প্রসাবে অসুবিধা হওয়া
জনি পথে দু:র্গন্ধযুক্ত তরল ও জমাট রক্ত বের হওয়া।
সিজারের পর ইনফেকশন হলে কি করণীয়:
সিজারের পর ইনফেকশনের লক্ষণ ও সিজারের পর ব্যথা কতদিন থাকে বর্তমানে বেশীরভাগ সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেই সিজারের সাহায্য নিতে হয়। কিন্তু সিজারের পর কী হয়, তার ব্যাপারে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।
সিজার করে সন্তান জন্ম দেওয়ার পর চার দিনের মতো হাসপাতালে থাকতে হতে পারে। অনেক মা জানেনই না যে সিজার করানোর পরে যৌনাঙ্গ থেকে রক্তপাত হয়।
তবে এই রক্তপাতের পরিমাণ হবে সীমিত। খুব বেশি রক্তপাত, অতিরিক্ত দুর্গন্ধ এবং গাড় রঙের রক্ত যাচ্ছে কী না সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে, কারণ এগুলো ইনফেকশনের লক্ষণ।