রেডমি মোবাইল প্যাড ২ সবার হাতের নাগালে
রেডমি মোবাইল প্যাড ২ সবার হাতের নাগালে ,শাওমি রেডমিপ্যাড টু মানুষের হাতের নাগালের মধ্যে পাওয়া যাচ্ছে। বর্তমানে বাজারে শাওমির রেডমি প্যাড ২ মডেলের android Tab এখন পাওয়া যাচ্ছে এবং মিড বাজেটের ব্যবহারকারীরা এই ট্যাব কিনে ব্যবহার করতে পারবে।
যারা দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করত অভ্যস্ত এবং অফিসিয়াল কাজবাজ করতে চান তারা এই স্মার্ট ট্যাব ব্যবহার করতে পারেন এবং তাদের কথা চিন্তা করেই শাওমি কোম্পানি এই ট্যাবটি রিলিজ করেছে ডিসপ্লে প্রসেসর ক্যামেরা এবং ব্যাটারি পারফরমেন্সে এই ট্যাবটি অন্যান্য ট্যাবের তুলনায় একটু এগিয়ে রয়েছে।
রেডমি প্যাড ২ এর ফুল স্পেসিফিকেশন
রেডমি প্যাক ২ মডেলটি বর্তমানে বাজারে ২৪ হাজার দুইশ টাকায় পাওয়া যায় এবং অ্যান্ড্রয়েড ভার্সন ১৫ ব্যবহার করা হয়েছে।
প্রথমে আমরা যদি আউটলুকের কথা বলি, তাহলে ৫১০ গ্রামের ট্যাব এবং ৭.৪ মিলিমিটার থিকনেস। পিছনের ব্যাকশিল্ড প্লাস্টিকের তবে রিয়েল লাইফে মেটালের vive প্রদান করে। হাইপার ওয়েস টু অ্যান্ড্রয়েড ভার্সন ১৫ ব্যবহার করা হয়েছে।
ডিসপ্লে সাইজ ১১ ইঞ্চি ফন্ট, ক্যামেরা ৮ মেগাপিক্সেলের 4gb ram এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৯ হাজার এমএইচ বিশাল ব্যাটারি যা ১৮ ওয়াট সুপারফাস্ট চার্জিং ক্যাপাসিটি।
ক্যামেরা
রেডমি প্যাড টু এর মেইন ক্যামেরা ৮ মেগাপিক্সেল যা ১০৮০ ৩০ এফপিএস মোডে ভিডিও প্রদান করে মূলত এই ফোনের ক্যামেরা খুব বেশি ভালো দেওয়া হয় না টুকটাক কাজের জন্য ব্যবহার করা যায়।
ফোন ক্যামেরিয়া রয়েছে ৫ মেগাপিক্সেল এই ধরনের ক্যামেরা দিয়ে মূলত ভিডিও কলিং করা যাবে তাতে কোন ধরনের সমস্যা হবে না তবে সেলফি খুব একটা ভালো কোয়ালিটির আসবেনা।
এখানে আরও একটি বিষয় আপনাদের জেনে রাখা ভালো আপনি যদি ক্যামেরার জন্য একটা ভালো ডিভাইস খুঁজতে চান তাহলে অবশ্যই এই পেটকে আপনাকে অ্যাভয়েড করতে হবে।
ডিসপ্লে
মূলত এই অ্যাপটি ব্যবহার করা হয়ে থাকে ডিসপ্লের জন্য কেননা ১১ ইঞ্চির বিশাল ডিসপ্লে দেখতে প্রায় ল্যাপটপের সমান এটা দিয়ে আপনি খুব সহজেই অ্যান্ড্রয়েডের কাজ করতে পারবেন এছাড়াও মিডিয়াটেক এর প্রসেসর হওয়ায় এখানে হাই কোয়ালিটির অ্যাপস ব্যবহার করতে পারবেন এবং টুকটাক গেমিং করতে পারবেন।
এখানে আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এক বিলিয়ন কালার এবং আপনি পেয়ে যাচ্ছেন ৯০ হার্ডস রিফ্রেশ রেট। ১১ ইঞ্চির এই ডিসপ্লে টি এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে।
তবে এখানে ডিসপ্লের কোয়ালিটি আরেকটু ভালো করা যেতে পারত যেমন এখানে তারা অ্যামোলের ডিসপ্লে ব্যবহার করলে আরো একটু বেটার রেজাল্ট আমরা পেয়ে যেতাম এছাড়াও এখানে আমরা যদি ১২০ গিগাহার্স রিফ্রেশ রেট পেয়ে যেতাম তাহলে এটি মার্কেটে আরো ব্যাপক বিক্রি হত, তবে এটাও আমাদের মাথায় রাখতে হবে ২৪ হাজার এই বাজেটে এত কিছু আসলে দেওয়াও সম্ভব নয় যেখানে একটি ১১ ইঞ্চির ডিসপ্লে এবং মিডিয়াটেক এর জি ২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা নিঃসন্দেহে একটি হাই কোয়ালিটির কনফিগারেশন।
প্রসেসর
মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে যা ছয় এ নেম ম্যানুফ্যাকচারিং প্রসেসে ব্যবহার করা হয়েছে এছাড়াও ২.২ বিঘা হাটস একটা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে মূলত চারটি ক্রেটে এই প্রসেসরটি তৈরি করা হয় যার জন্য মিডিয়াটেকের এই জি হান্ড্রেড অলরা প্রসেসর এখন বর্তমানে টপ লেভেলে রয়েছে।
এই অ্যাপটি আপনি দুইটা ভেরিয়ান্ট পেয়ে যাবেন ৬ ১২৮ জিবি এবং ৮ ১২৮ জিবি অপারেটিং সিস্টেম হিসেবে android ভার্সন ১৫ এবং হাইপার-ওয়েস টু ব্যবহার করা হয়েছে এছাড়াও ডলবি সাউন্ড সিস্টেম রয়েছে।
কলিং এর জন্য নয়েজ ক্যান্সলেশন এর প্রসেস সেন্সর রয়েছে এছাড়া আরো কিছু সেন্সর রয়েছে।
রেডমি এই ট্যাবটির আপনার জন্য উপযোগী কিনা
এই ট্যাবটি আপনি ব্যবহার করবেন কিনা সেটা নির্ভর করবে আপনার ব্যবহারের ক্যাটাগরির উপর, আপনি যদি অফিসিয়াল কাজ করতে চান কিংবা ব্রাউজিং করতে চান অথবা ভিডিও দেখার জন্য ব্যবহার করতে চান সে ক্ষেত্রে এটা আপনি আপনার জন্য খুবই সহায়ক হবে।
তবে আপনি যদি এটাকে ক্যামেরা বা ফটো শুটিং এর জন্য ব্যবহার করতে চান সে ক্ষেত্রে এটি আপনার জন্য উপযুক্ত নয় কেননা এর ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের।
ডিসপ্লে রিকোয়েস্ট রেট ১২০ গিগা হার্ট হলে এখানে হাই কোয়ালিটির গেমস রান করা যেত তবে এখানে আপনি pubg ফ্রী ফায়ার মত গেম খেলতে পারবেন সমস্যা নেই।
পরিশেষে, যাদের বাজেট একটু কম মিড বাজেটের মধ্যে আপনারা এই ট্যাবটি ব্যবহার করতে পারেন যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল ব্রান্ড তাই এটি ব্যবহার করে একটা ভালো অনুভূতি আপনারা পেয়ে যাবেন।