অ্যালোভেরা জেল তৈরি নিয়ম এই বিষয়ে আজকে আমরা জেনে নিব। ত্বকে সৌন্দর্য ও ত্বককে মসৃণ ও কোমল রাখতে আমরা সবাই চাই। আমরা অনেকেই অনেক ধরনের প্রসাধনই অথবা প্রোডাক্ট ব্যবহার করে থাকি। তবে সাধারণত বাজার থেকে যে প্রসাধনই বা প্রোডাক্ট আমরা কিনে ব্যবহার করে থাকি। সেগুলোতে প্রায়ই কেমিক্যাল সহ আরো অনেক ক্ষতিকর জিনিস থাকে।
আর এই বাজারের প্রসাধ্বনিগুলো যদি আমরা ত্বকের সৌন্দর্য্য ও মসৃণতার জন্য যদি দীর্ঘদিন ব্যবহার করে থাকি। তাহলে একপর্যায়ে এর কারণে ত্বকে স্কিনে ক্ষতি হতে পারে। তাই আজকে আপনাদের জানাবো যে কিভাবে প্রাকৃতিক উপায় ও ঘরোয়া উপায়ে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। আর আপনি এলোভেরা জেল তৈরির নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আশা করি আজকে আমার এই আর্টিকেলের মাধ্যমে আপনারা খুবই অল্পতে খুবই সহজে এলোভেরা জেল তৈরির নিয়ম ও কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে বিস্তারিতভাবেই জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক অ্যালোভেরা জেল তৈরির নিয়ম সম্পর্কে-
অ্যালোভেরা জেল তৈরির নিয়ম।
- অ্যালোভেরা গাছ থেকে দুটি অ্যালোভেরা পাতা নিবেন।
- অরিজিনাল খাঁটি মধু , এক চামচ।
- ভিটামিন সি ক্যাপসুল দুটি।
- অরজিনাল অলিভ অয়েল।
- প্রথমে একটা বাটি নিতে হবে, অ্যালোভেরা জেলের পাতাটা একটি ছুড়ির সাহায্যে পাতার উপরের অংশ আস্তে করে ফেলে দিতে হবে।
- তারপর ছুরি অথবা একটি কাটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে জেলটা সুন্দরভাবে বের করে নিতে হবে। কাটা চামচ অ্যালোভেরা জেলের উপরে আস্তে আস্তে আচর কাটতে থাকবেন। দেখবেন অ্যালোভেরা পাতায় থাকা জেলগুলো আলাদা হয়ে বাটিতে পড়বে। ঠিক এভাবেই এলোভেরা জেল পাতা থেকে আলাদা করে বাটিতে রাখবেন।
- বাটিতে রাখা অ্যালোভেরা জেলের সাথে দুই চামচ খাঁটি মধু এড করবেন
- তারপর ভিটামিন সি ক্যাপসুল একটি পিনের সাহায্যে ক্যাপসুলের এক পাশ থেকে একটু ছিদ্র করে নিবেন। তারপর ক্যাপসুলের ভিতরে থাকা অংশটুকু চেপে বাটিতে ঢালবেন।
- তার সাথে অলিভ অয়েল বাটিতে রাখা অন্য সব মিশ্রণের সাথে এড করে নিবেন।