Monetag এ কোন দেশে ভালো সিপিএম পাওয়া যায়

Monetag মার্কেটিং করে, লিগ্যাল ভাবে কাজ করেন তাহলে ,আপনি সব দেশ থেকেই এভারেজ ভালো CPM  পাবেন। মনিটাকে যে সমস্ত কান্ট্রিতে সিপিএম ভালো পাওয়া যায় সেই কার্ডগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। 


ভালো সিপিএম পাওয়ার জন্য কিছু কিছু বিষয় মাথায় রাখতে হয় যেমন আপনাকে অবশ্যই কন্টেন কোয়ালিটি ট্রাফিক সোর্স ওয়েবসাইটের ধরন বুঝে কোম্পানি সিপিএম দিয়ে থাকে। 


Monetag এ কোন দেশে ভালো সিপিএম পাওয়া যায়



Monetag এ সাধারণত কোন দেশে ভালো CPM পাওয়া যায় ,এটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। যেমন  ট্র্যাফিক সোর্স  (GEO), ট্র্যাফিকের কোয়ালিটি, ইউজার এঙ্গেজমেন্ট, ওয়েবসাইট টাইপ, এড ফরম্যাট ইত্যাদি। তবে কিছু দেশের ক্ষেত্রে সাধারণভাবে বেশ ভালো CPM পাওয়া যায়।


Monetag এ কোন দেশে ভালো সিপিএম পাওয়া যায়

মনিটাকে সাধারণত হাই কোয়ালিটির কান্ট্রি গুলো থেকে বেশি ট্রাফিক পাওয়া যায় যেমন ইউএসএ ইউকে জার্মানি কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মেক্সিকো ইত্যাদি দেশ থেকে হাই সিপিএম পাওয়া যাচ্ছে। 



  • Ukraine
  • Malawi
  • Canada
  • Angola
  • Martinique
  • Burundi
  • Finland
  • Ukraine
  • Kenya
  • Latvia
  • South Africa
  • Nepal
  • Netherlands
  • Norway
  • Azerbaijan
  • Uzbekistan
  • Iraq
  • Sri Lanka
  • Poland
  • Sweden
  • France
  • Hong Kong
  • United Kingdom

সাধারণত উপরের এই সমস্ত দেশগুলোতে ভালো সিপিএম পাওয়া যায় কেননা এই দেশগুলো উন্নত রাষ্ট্র এবং এখানে বিজ্ঞাপন তাতারা বেশি করে খরচ করে এবং এখানে ক্রয়ক্ষমতার লোক বেশি বাস করে এবং ডিজিটাল বিজ্ঞাপনে অতিরিক্ত বাজেট প্রদান করে এবং বাজার চাহিদা অনেক বেশি। 


ভালো CPM পাওয়ার জন্য যে সমস্ত বিষয়ে জানা দরকার 


আপনার ওয়েবসাইটে আপনি যদি ভাল সিপিএম পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ইউনিক এবং হাই কোয়ালিটির কনটেন্ট লিখতে হবে কারণ ইউনিট এবং হাই কোয়ালিটি কন্টেন্টের বিকল্প নেই। 


যে কোন বিষয়ের একদম নিজ থেকে আপনাকে আর্টিকেল লিখতে হবে যেন প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি সমস্ত কিছু তুলে ধরা হয় যেন একজন পাঠ হোক আপনার আর্টিকেলটি পড়ে অন্য কোথাও কোন কিছু জানার প্রয়োজন বোধ না করে। 

আপনি যদি এআই দিয়ে লেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার আর্টিকেল গুগলে ইন্ডেক্স হবে না এবং রেঙ্ক হারাই যাবে। 


আপনার আর্টিকেল হবে সঠিক কিওয়ার্ড নির্বাচনের মাধ্যমে এবং সঠিক নিউজ সিলেকশনের মাধ্যমে তাই সঠিক কিওয়ার্ড এবং নিচ সিলেকশন করে আপনি আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে আর্টিকেল লিখবেন। 


সবসময় ট্রাফিক সোর্স ভালো রাখার চেষ্টা করবেন গুগল থেকে ট্রাফিক নেওয়ার চেষ্টা করবেন অথবা সোশ্যাল ট্রাফিক এবং অর্গানিক ট্রাফিক এর উপর বেশি নজরদারি করবেন। 


স্প্যাম ট্রাফিক দেওয়ার চেষ্টা করবেন না কেননা এই ধরনের ট্রফিকে আপনার ভালো সিপিএম আসেনা এবং ওয়েবসাইট রেংক হারিয়ে ফেলে। 


ভালো সিপিএম পাওয়ার জন্য যে বিষয়গুলো কোম্পানি বিবেচনা করে

ভালো সিপিএম পাওয়ার জন্য কোম্পানি সবসময় ট্রাফিক সোর্স এর উপর বিশেষ নজর দিয়ে থাকে যেমন ডিরেক্ট ট্রাফিক অর্গানিক ট্রাফিক সাধারণত বেশি মূল্য পায় এবং সোশ্যাল ট্রাফিক এবং আপনি যদি বিভিন্ন জায়গায় লিংক শেয়ার করে ট্রাফিক নিয়ে আসেন সেখানে কিন্তু সিপিএম কমে যায়। 


এছাড়াও আরো একটি বিষয় সিপিএমের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেস্কটপ ট্রাফিক আপনার ডিভাইস যদি ডেস্কটপ থেকে আপনার বিজ্ঞাপন দেখা হয়ে থাকে তাহলে আপনি বেশি সিপিএম পাবেন তবে বর্তমানে মোবাইলের রিচ বেশি থাকায় কম সিপিএম থাকলেও ইনকাম বেশি হয়। 


বিভিন্ন ধরনের এক ফরমেট ব্যবহার করতে হবে ভিডিও এন্ড ফরমেট ইন্টারেস্টিয়াল এন্ড ফরমেট অ্যাট খুবসুন্দরভাবে আপনি আপনার ওয়েবসাইটে সেটআপ করতে পারেন তাহলে আপনি খুব ভালো সিপিএম পাবেন। 


আপনার ওয়েবসাইটের ট্রাফিক কোয়ালিটি এবং এনগেজমেন্ট বাড়িয়ে নিবেন যেমন আপনি কোন ধরনের ভিপিএন বাজি ট্রাফিক ব্যবহার করবেন না বাউন্স রেট কমিয়ে নিয়ে আসবেন এবং আপনার ওয়েবসাইটের সিজন ডিউরেশন প্রকৃত ভিজিটরের সংখ্যা ইত্যাদি আপনি সবসময় মনিটর করবেন। 


আশা করছি এই সমস্ত বিষয় মেনে চললে আপনার মনিটাকে খুব সুন্দর একটা সিপিএম পাবেন এবং আপনি ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন। 

Previous Post